ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের এসআই পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
পুলিশের এসআই পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ ...

ঢাকা: ২০১৯ সালের পুলিশের বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) পুলিশ সদর দফতরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১ দপ্তরের এআইজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত পুলিশ এসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষার ফলাফল www.police.gov.bd এবং Bangladesh Police Official Facebook Page-এ প্রকাশিত হয়েছে।

যারা লিখিত পরীক্ষায় ঊত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd এ যথা সময়ে জানানো হবে।

মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র ও নাগরিকত্বের প্রমাণকসহ মৌখিক পরীক্ষার প্রবেশপত্রে নির্দেশিত প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
পিএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।