ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে কেমিক্যাল গুদামে আগুন, কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
শ্রীপুরে কেমিক্যাল গুদামে আগুন, কোটি টাকার ক্ষতি

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় কেমিক্যালের গুদামে আগুন লেগে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মাগুরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরওয়ার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, দুপুরের দিকে ওই এলাকায় পাটকাঠির ছাই থেকে তৈরি কেমিক্যালের একটি গুদামে আগুন লাগে।

খবর পেয়ে মাগুরা, শ্রীপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় জহির রায়হান নামে মাগুরা ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়ে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে চিকিসাধীন।  

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে গুদাম মালিকের দাবি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।