bangla news

ফার্মগেট-কারওয়ান বাজারে ফের উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১০ ৭:১৩:০৯ পিএম
কারওয়ান বাজারে ডিএনসিসির উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজ

কারওয়ান বাজারে ডিএনসিসির উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

এসময় কারওয়ান বাজারে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। এর আগেও বহুবার উচ্ছেদ করার পরও কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আবারও সড়ক-ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেছে। এ কারণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়ে ডিএনসিসি। 

এসময় ফার্মগেট থেকে বিজ্ঞান কলেজ হয়ে কারওয়ান বাজার সড়ক সম্প্রসারণের লক্ষ্যে একটি পানির হাউসও অপসারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএইচএস/একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-10 19:13:09