bangla news

ফাহাদ হত্যা: শোক মিছিল করবে জাতীয় ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১০ ৫:০৫:৪৬ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঐক্যফ্রন্ট নেতারা, ছবি: বাংলানিউজ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঐক্যফ্রন্ট নেতারা, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রোববার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় শোক মিছিল করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন জাতীয় প্রেসক্লাবে জমায়েত শেষে শহীদ মিনার পর্যন্ত এ শোক মিছিল অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদিকদের একথা জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। 

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার মতিঝিল চেম্বারে এ বৈঠক হয়। এসময় বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. নুরুল আমিন বেপারী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমদ, জেএসডির তানিয়া রব, আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের মমিনুল হক, শহিদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমিরি বেগম ছন্দা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমএইচ/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-10 17:05:46