bangla news

ফাহাদ হত্যার বিচারের দাবিতে ব‌রিশা‌লে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১০ ৭:৪৫:৫০ এএম
আবরার হত্যার বিচার চেয়ে মশাল মিছিল করে বিএম কলেজের শিক্ষার্থীরা

আবরার হত্যার বিচার চেয়ে মশাল মিছিল করে বিএম কলেজের শিক্ষার্থীরা

ব‌রিশাল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ মুজাহিদের হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ব‌রিশা‌লে বিক্ষোভ সমাবেশ, মোমবাতি প্রজ্বলন ও মশাল মিছিল হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন করেন সাধারণ শিক্ষার্থীরা।

পরে এক‌টি মশাল মিছিল বের ক‌রেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা ৪৫ মি‌নি‌টে শ‌হীদ মিনার থে‌কে মি‌ছিল‌টি শুরু হয়ে ক্যাম্পাস প্রদ‌ক্ষিণ শে‌ষে ৭টা ৫ মি‌নি‌টে একই স্থা‌নে এসে শেষ হয়। সেখা‌নে এক‌টি সংক্ষিপ্ত সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষার্থী‌দের ব্যানা‌রে এই সমা‌বেশে সভাপ‌তিত্ব ক‌রেন উ‌দ্ভিদ‌বিদ্যা বিভা‌গের মাস্টার্সের শিক্ষার্থী র‌নি খন্দকার। বক্তব্য রা‌খেন, অর্থনী‌তির নজরুল ইসলাম, ফয়সাল, রেজাউল করিম, আল মামুন প্রমুখ।

এসময় আবরার হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানানো হয়।

বাংলা‌দেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, অ‌ক্টোবর ১০, ২০১৯
এমএস/এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-10 07:45:50