ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজস্থলীতে গুলিতে নিহত যুবক জেএসএস’র কর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
রাজস্থলীতে গুলিতে নিহত যুবক জেএসএস’র কর্মী

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় বুধবার সকালে গুলিতে নিহত অংসুই অং মারমার (২৫) রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। তিনি সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আশরাফ উদ্দীন বলেন, নিহতের গায়ে জেএসএস সশস্ত্র পোশাক পরিহিত ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (০৮ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের কাকদাছড়ি  এলাকায় তাদের প্রতিপক্ষ ইউপিডিএফ বর্মা গ্রুফের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বুধবার (০৯ অক্টোবর) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় কার্তুজ এবং দুই রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশ তদন্তের ভিত্তিতে এব্যাপারে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।