ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ইলিশ ধরার অপরাধে ৫ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
ভোলায় ইলিশ ধরার অপরাধে ৫ জেলের কারাদণ্ড

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় ৫ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ২ হাজার মিটার জাল, ১৫ ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজ, হান্নান, জাহাঙ্গীর, রহিম ও দুলাল।

তাদের বাড়ি ভোলা সদরের শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় নৌ পুলিশ নিয়ে মৎস্যবিভাগের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযানে নামে।
এ সময় ভোলার খাল পয়েন্টে মাছ ধরার অপরাধে জাল ও মাছ সহ ৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেকের এক বছর করে জেল দেয়।

৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।