ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা আমাদের চেয়ে কয়েকগুণ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
‘পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা আমাদের চেয়ে কয়েকগুণ’ আন্দোলনে সংহতি জানাচ্ছেন বুয়েট শিক্ষক সমিতির নেতার/ছবি: শাকিল

ঢাকা: শিক্ষকদের থেকে পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা কয়েকগুণ বেশি বলে মন্তব্য করেছেন বুয়েটের ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ) মিজানুর রহমান।

বুধবার (৯ অক্টোবর) দুপুর তিনটার দিকে শিক্ষক সমিতির নেতারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রদের আন্দোলনে সংহতি জানাতে আসার পর তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন>> চাপের মুখে পদত্যাগ করলেন শেরেবাংলা হলের প্রভোস্ট

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ডিরেক্টর অফ স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালকের কাছে জানতে চায় কার নির্দেশে ক্যাম্পাসে পুলিশ আসলো এবং কার নির্দেশে গেলো।

প্রথমবার যখন পুলিশ এসেছিল তখন তারা ফাহাদকে কেন উদ্ধার করেনি?

এমন প্রশ্নের উত্তরে ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ার বলেন, পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের কোনো কাজে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে আমরা নম্বর সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানাই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের তেমন একটা সখ্যতা নাই যতটা পলিটিকাল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সখ্যতা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।