bangla news

মহম্মদপুর বাওড়ে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৯ ৫:৪০:১৪ এএম
মরদেহ উদ্ধার। ছবি প্রতীকী

মরদেহ উদ্ধার। ছবি প্রতীকী

মাগুরা: মাগুরার মহম্মদপুরে নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর শাকিল শেখ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে ঘোপ বাওড়ের পানি থেকে তার মরদেহটি উদ্ধার করেছে স্থানীয়রা। শাকিল উপজেলার রায়পাশা গ্রামের জুয়েল শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মঙ্গলবার দুপুর ১২টা দিকে বাড়ির বাইরে খেলতে গিয়ে আর ফেরেনি। বাড়ির লোকজন অনেক জায়গায় খোঁজ করেও তাকে পায়নি। পরে রাত ৮টার দিকে স্থানীয় মনিরুল মুন্সি নামে এক ব্যক্তি বাওড়ের পানিতে নামলে তার পায়ে কিছু একটা আটকে যায়। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
 
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার মাগুরা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2019-10-09 05:40:14