ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে ১৮২৫ পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
কক্সবাজারে ১৮২৫ পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

ঢাকা: কক্সবাজারের হোয়াইক্যং এলাকা থেকে এক হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বিজিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের হোয়াইক্যং এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) একটি দল।

অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাস (পালকি পরিবহন) আসলে তল্লাশির জন্য থামানো হয়। বাস তল্লাশির সময় একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বাসের নিচে নামিয়ে তল্লাশি করা হয়। পরে তার পায়ুপথ থেকে এক হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার ১১৮ টাকা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএমআই/এইচএমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।