bangla news

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৯ ৫:৪০:১৩ এএম
ম্যাপ।

ম্যাপ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ধুপ-পুকুর এলাকা থেকে সাতটি বিদেশি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগাজিন ও ৪০ রাউন্ড গুলিসহ আলামিন খন্দকার (২৫) নামে এক শীর্ষ অস্ত্রবিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আটক আলামিন খন্দকার পাবনা জেলার দাশুড়িয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫’র অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বাংলানিউজকে জানান, সোনামসজিদ ধুপ-পুকুর এলাকায় অস্ত্র কেনাবেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে আলামিনকে হাতেনাতে অস্ত্রসহ আটক করে। 

‘ওই সময় একটি ট্রাক জব্দ করা হয়। পরে আলামিনের কাছ থেকে সাতটি বিদেশি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগাজিন, ৪০ রাউন্ড গুলি পাওয়া যায়।’

তিনি আরও জানায়, দীর্ঘদিন ধরেই অস্ত্রবিক্রির সঙ্গে জড়িত আলামিন। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএ/

ক্লিক করুন, আরো পড়ুন :   চাঁপাইনবাবগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-09 05:40:13