ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে ১ কেজির ইলিশ ৩০০ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
পটুয়াখালীতে ১ কেজির ইলিশ ৩০০ টাকা ইলিশের বাজার। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: ইলিশ প্রজনন নিরাপদ ও সুরক্ষিত করতে দেশব্যাপী আগামী ৯ থেকে ৩০ অক্টোবর ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

নিষেধাজ্ঞার কারণে শেষ সময়ে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতেই ইলিশের কেজি প্রতি দাম নেমে এসেছে ৩০০ টাকায়। জেলার সর্ববৃহৎ মৎস্য বন্দর মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী নিউমার্কেটসহ বিভিন্ন উপজেলায় একই চিত্র।

দাম কম হওয়ায় সব বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়। মাইকিং করে মাছ বিক্রি করছেন আড়তদার ও খুচরা বিক্রেতারা।

এ কর্মসূচি বাস্তবায়ন কার্যকর করতে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তর সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বাজার ও নদীতে চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।