ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় ৫৫০ পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
নেত্রকোনায় ৫৫০ পিস ইয়াবাসহ আটক ১ মো. সাকিম মিয়া

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলা থেকে মো. সাকিম মিয়া নামে এক মাদকবিক্রেতাকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। 

কিশোরগঞ্জ থেকে নেত্রকোনার হাওরাঞ্চলে এসে ইয়াবা সরবরাহ করতেন সাকিম।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নূর এ আলম নিজ কার্যালয়ে সংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সাকিম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের দিঘীরপাড় এলাকার মৃত কামাল মিয়ার ছেলে।

তিনি কিশোরগঞ্জ থেকে সোমবার (০৭ অক্টোবর) গভীর রাতে ইয়াবা সরবরাহ করতে মদন উপজেলার উচিৎপুর ঘাটে আসেন।

এর আগে উপজেলায় মাদক আসছে এমন খবর পেয়ে গভীর রাতেই উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল হক পাঁচজনের একটি দল নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন।

পরে সাকিমকে ৫৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। খুচরা বিক্রেতাদের ধরতে তাকে নিয়ে সকাল পর্যন্ত অভিযান চালানোর পর দুপুরে নেত্রকোনা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।