bangla news

ফাহাদ হত্যা: শিবগঞ্জে প্রতিবাদ মিছিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৮ ৫:১৫:১৯ পিএম
ফাহাদ হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল। ছবি: বাংলানিউজ

ফাহাদ হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে শিবগঞ্জ পৌর শহরের সরকারি মডেল হাই স্কুল চত্বরে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন করে ছাত্ররা।

মিছিলটি ওই স্কুলের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেয়।

মানববন্ধন থেকে ফাহাদ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানানো হয়।

এসময় সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   চাঁপাইনবাবগঞ্জ ফাহাদ হত্যা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-08 17:15:19