ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু বলাৎকারের অভিযোগে কমিউনিটি ক্লিনিকের কর্মচারী জেলে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
শিশু বলাৎকারের অভিযোগে কমিউনিটি ক্লিনিকের কর্মচারী জেলে

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে এক শিশুকে (৮) বলাৎকারের অভিযোগে বকুল হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকোর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক বকুল ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর কমিউনিটি ক্লিনিকের অফিস সহায়ক। এবং পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে।  

লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়াউল হক জিয়া, বাংলানিউজকে জানান, রোববার (৬ অক্টোবর) রাতে কামালপুর কমিউনিটি ক্লিনিকের অফিস সহায়ক বকুল শিশুটিকে একা পেয়ে নির্যাতন করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরদিন সোমবার (৭ অক্টোবর) সকালে শিশুটিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ওই লম্পটকে আটক করেছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় শিশু নির্যাতন আইনে মামলা নথিভুক্ত হয়েছে।  
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad