ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

ফরিদপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ওই হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা বাংলানিউজকে এ তথ্য জানান।  

মঞ্জু রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর গ্রামের হরিপদ কুমারের স্ত্রী।

ডা. কামদা প্রসাদ সাহা জানান, সোমবার (৭ অক্টোবর) সকালে ফরিদপুর হাসপাতালে ভর্তি হন মঞ্জু রাণী। পরে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে শিশুসহ ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।  

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার হাসপাতলগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৭৭ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন দুই হাজার ৯৯৫ জন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad