ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘অসুর শক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
‘অসুর শক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে’ পূজামণ্ডপ পরিদর্শন করেন সিসিক মেয়র। ছবি: বাংলানিউজ

সিলেট: শারদীয় দুর্গোৎসবে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

সোমবার (৭ অক্টোবর) রাতে নগরের বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে আরিফুল হক চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির একটি অন্যতম উৎসব।

সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আগ্রহ নিয়ে এ উৎসবে অংশ নেন।

‘সমাজে এখনও অসুর শক্তির প্রভাব বিদ্যমান থাকায় অনেকাংশে নগরের উন্নয়নে বাধার সৃষ্টি হয়। তাই এ অসুর শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ’

মেয়র বলেন, সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত সিলেট। আর এ দৃষ্টান্ত যুগ যুগ থেকে সিলেটে বিদ্যমান আছে বলেই ধর্ম যার যার উৎসব সবার এ রীতিতে আমরা এগিয়ে চলছি।

পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে এসময় মেয়রকে পূজা কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।  

এসময় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিটি কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, বিপ্লব কর সম্রাট, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, সিসিকের প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।