ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে বেকারিতে ডিবির অভিযান, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
নারায়ণগঞ্জে বেকারিতে ডিবির অভিযান, আটক ৪ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো বিস্কুট ও কেক। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে পশ্চিম তল্লার জিল্লুর বিস্কুট ফ্যাক্টরি নামে প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম।

আটক ৪ জন হলেন- আলমগীর, জিল্লুর, সোহাব, ওমর ফারুক।

জিল্লুর বিস্কুট ফ্যক্টরিটি পরিচালনা করেন তার বড় ভাই নাঈম।

চারজনকে আটক করেছেন ডিবি সদস্যরা।                                          ছবি: বাংলানিউজ

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সায়েম জানান, তারা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাবার তৈরি করছিল যা খাওয়ার অনুপযোগী। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল, পচা ও ভেজাল বিভিন্ন উপকরণ দিয়ে এসব খাবার তৈরি করে বাজারজাত করা হচ্ছিল যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

আটককৃতদের বিরুদ্ধে ও বেকারির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।