bangla news

সরকারকে ধন্যবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৭ ১১:০১:০৭ পিএম
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো

ঢাকা: দুর্গাপূজার ধর্মীয় অনুষ্ঠান সার্বজনীন উৎসবে পরিণত হওয়ায় সরকার ও আইন-শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার (৭ অক্টোবর) ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদজ্ঞাপন জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকটা আতঙ্কহীন ও যানজট মুক্ত পরিবেশে এবারের হিন্দু সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা মহানগরী সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার সম্মিলনে উৎসবে পরিণত হওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সরকার ও আইন-শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

এ ধরনের পরিবেশ অব্যাহত থাকলে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের অধিকতর আশা করা যায়।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
ইএস/এবি/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   সরকার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-07 23:01:07