ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ ফেরি চলাচল বন্ধ (ফাইল ফটো)

মুন্সিগঞ্জ: পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বর্তমানে পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক গাড়ি।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে সকাল থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছিল না। রাত ৮টার দিকে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।  

এছাড়া লৌহজং চ্যানেলে ড্রেজার থাকায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে ট্রাক ও যাত্রীবাহী গাড়ি বেশি রয়েছে। পদ্মা স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।