ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বুয়েট ক্যাম্পাসে আসেননি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, অক্টোবর ৭, ২০১৯
বুয়েট ক্যাম্পাসে আসেননি উপাচার্য

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় শেরে বাংলা হলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলার রক্ষকারী বাহিনীর পাশপাশি একাধিক গোয়েন্দা সংস্থাও (ডিবি, সিআইডি, পিবিআই) আলামত সংগ্রহ করছে। 

হলের অভ্যন্তরে হত্যাকাণ্ড সংঘটিত হলেও ক্যাম্পাসে আসেননি  উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। শিক্ষার্থীরা হল প্রভোস্ট অধ্যাপক জাফর ইকবাল খানকে এ নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করছেন।

সিসিটিভির ফুটেজ না দেখা পর্যন্ত তারা অবস্থান করার ঘোষণা দিয়েছেন।

পড়ুন>>বুয়েটছাত্র ফাহাদ হত্যার ঘটনায় ৯ ছাত্রলীগ নেতা আটক

রোববার (০৬ অক্টোবর) দিনগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।