bangla news

ঠাকুরগাঁও শিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৭ ৪:২৯:৫৭ পিএম
ঘুষের টাকা লেনদেনের সময় ঠাকুরগাঁও শিক্ষা অধিদপ্তরের দুইজন আটক

ঘুষের টাকা লেনদেনের সময় ঠাকুরগাঁও শিক্ষা অধিদপ্তরের দুইজন আটক

ঠাকুরগাঁও: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় ঘুষের টাকা লেনদেনকালে দু’জনকে আটক করা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) সকালে দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- কার্যালয়ের অফিস সহকারী জুলফিকার আলী ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান। 

দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুন ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ওই দু’জনকে আটক করা হয়। আটক আনিসুরের বাসায়ও তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   দুদক ঠাকুরগাঁও
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-07 16:29:57