ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রিফাত হত্যার ঘটনায় আরেক আসামির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
রিফাত হত্যার ঘটনায় আরেক আসামির আত্মসমর্পণ রিফাত হত্যা। ফাইল ফটো

বরগুনা: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছে। 

সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার আবেদন শুনানির জন্য শিশু আদালতে পাঠিয়ে দেন।

দুপুর ১টার দিকে নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

এ মামলায় এখন পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক আসামি নাইম, রাকিবুল হাসান নিয়ামত এবং প্রাপ্তবয়স্ক আসামি মুসা পলাতক রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মোস্তফা কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। কিন্তু জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।