bangla news

ঝিনাইদহে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৭ ১২:৫৫:১৬ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত আমিরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত আমিরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ছালাভরা এলাকায় বাসচাপায় আমিরুল ইসলাম (২৮) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। 

সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল একই উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর তার গ্রামের বাড়ি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন আমিরুল। পথে ছালাভরা এলাকায় পৌঁছালে যশোরমুখী গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-07 12:55:16