ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরের পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
সৈয়দপুরের পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য।

রোববার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি পূজামণ্ডপে আসেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ডিআইজির মণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রাজ কুমার পোদ্দার প্রমুখ।

অন্যদিকে রোববার রাতেই সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী গ্রামে বখাটের উৎপাতের প্রতিবাদে চার পূজামণ্ডপে পূজা অর্চনা বন্ধ করে দেয় পূজা কমিটির সদস্যরা। পরে পুলিশ, পূজা কমিটি ও স্থানীয় লোকজনের সমঝোতায় ঘণ্টাখানেক পর রাত সাড়ে ১১টায় পুনরায় শুরু হয় পূজার কার্যক্রম।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।