ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, অক্টোবর ৭, ২০১৯
কোটালীপাড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সৌরভ গাঙ্গুলী (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সৌরভ দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে।

সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সৌরভ উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হোস্টেলে থাকতো। রোববার রাতে বিদ্যালয়ের পাশের একটি মাঠের কাছে সৌরভের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে দৌড়ে হোস্টেলের কাছে এসে অজ্ঞান হয়ে পড়লে অন্যরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।