ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সম্রাটের অফিসের সামনে থেকে তিন যুবক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৩, অক্টোবর ৭, ২০১৯
সম্রাটের অফিসের সামনে থেকে তিন যুবক গ্রেফতার সম্রাটের কাকরাইল অফিসের সামনে মানুষের ভিড়। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসের সামনে থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাকরাইলে ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসে অভিযান শেষে তাকে যখন গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন এই তিন যুবক বাধা দেওয়ার চেষ্টা ও হৈ চৈ করে।

সে সময় তাদের আটক করে রমনা থানায় নিয়ে যায় পুলিশ। পরে, তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়।

সোমবার (৭ অক্টোবর) এই তিন যুবককে আদালতে নেওয়া হবে।

ইসমাইল চৌধুরী সম্রাটকে রোববার (৬ অক্টোবর) গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
টিআর/এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।