ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু প্রতীকী ছবি

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে রেখা মল্লিক (৪৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় মোট ১৬ জন মারা গেলেন।

রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেখা। তিনি যশোরের কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বাংলানিউজকে বলেন, রেখা শনিবার (৫ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১১টায় তার মৃত্যু হয়। ডেঙ্গু ছাড়াও তিনি কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, এ বছর বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত নয় হাজার ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এমআরএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।