ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ক্যাসিনো গুরু’ আরমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
‘ক্যাসিনো গুরু’ আরমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কারাগারে বহিষ্কৃত যুবলীগ নেতা আরমান। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১১টায় র‌্যাব-৭’র একটি টিমের পাহারায় তাকে কারাগারে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা দক্ষিণে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, শনিবার (৫ অক্টোবর) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত কুঞ্জশ্রীপুর গ্রামের জামায়াত নেতা মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সম্রাট ও আরমানকে আটক করে র‌্যাব। সম্রাটের মতো আরমানকেও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী ও তার ‘ক্যাসিনো গুরু’ হিসেবে পরিচিত এনামুল হক আরমান। বিএনপি থেকে এসে যুবলীগের পদ পান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ