ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিস্তায় নৌকাডু‌বি‌তে নি‌খোঁজ ৮, চল‌ছে উদ্ধার অ‌ভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
তিস্তায় নৌকাডু‌বি‌তে নি‌খোঁজ ৮, চল‌ছে উদ্ধার অ‌ভিযান তিস্তার পাড়ে উৎসুক জনতার ভিড়। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রামের রাজারহাট উপ‌জেলার তিস্তা নদী‌তে যাত্রী পারা‌পারের সময় খেয়া নৌকা ডু‌বির ঘটনায় অন্তত ৮ থে‌কে ১০ জন নি‌খোঁজ হ‌য়ে‌ছে। নিখোঁজদের উদ্ধারের চল‌ছে অ‌ভিযান।

‌রোববার (৬ অ‌ক্টোবর) দুপুর ১২টার দি‌কে উপ‌জেলার বু‌ড়িরহাট স্পা‌রের কা‌ছে এই নৌকা ডু‌বির ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বু‌ড়িরহাট স্পা‌রের কা‌ছে খেয়া ঘাট থে‌কে ৩০ জন যাত্রী নি‌য়ে এক‌টি নৌকা তিস্তা নদী পা‌ড়ি দেওয়ার সময় ডু‌বে যায়।

এতে ২০ জন সাত‌রি‌য়ে তী‌রে উঠ‌তে পার‌লেও এখ‌নো ৮/১০ জ‌নের কোনো খোঁজ পাওয়া যা‌চ্ছে না।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মজর্তা (ও‌সি) কৃষ্ণ চন্দ্র সরকার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাংলা‌নিউজ‌কে জানান, নৌকাডু‌বির ঘটনায় অ‌ধিকাংশ যাত্রী সাত‌রি‌য়ে তী‌রে উঠ‌তে পাড়‌লেও ৭/৮ জনের কোনো খোঁজ পাওয়া যা‌চ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অ‌ক্টোবর ০৬, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।