bangla news

শ্রীনগরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৬ ২:০৬:৩৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে সাকির (৫) ও সেজান (২৫) নামে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কুশরিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- একই উপজেলার কোলাপাড়া গ্রামের আখলাছ মিয়ার ছেলে সেজান ও গাজীপুর জেলার মো. নাছিরের ছেলে সাকির। 

স্থানীয় সূত্র জানায়, কুশরিপাড়া গ্রামে মামা বাড়িতে ঘুরতে এসে খেলতে খেলতে স্থানীয় একটি পুকুরে নৌকা চড়ে সাকির ও সেজান। পরে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহ-আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   পানিতে ডুবে মৃত্যু মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-06 14:06:35