ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেই যুদ্ধ হয়েছিল: তোফায়েল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেই যুদ্ধ হয়েছিল: তোফায়েল সভায় তোফায়েল আহমেদ, ছবি: বাংলানিউজ

ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিলেন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। আমরা যখন স্বাধীনতার জন্য স্লোগান দিতাম, তখন স্লোগানে বলতাম, জাগো জাগো বাঙালি জাগো। সেখানে কোনো ভেদাভেদ ছিল না। বাঙালি বলতে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সবাইকেই বোঝাতো। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেই যুদ্ধ করেছিলেন, প্রাণ দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা।

শনিবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে ভোলা সদরের বাপ্তা শক্তি সংঘ দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শনে গিয়ে একটি সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, আমাদের ৩০ লাখ শহীদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- সব ধর্মের মানুষ আছেন।

বাঙালিদের যখন পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিল, তখন কে হিন্দু, কে মুসলিম- এটা চিন্তা করা হতো না। আমরা আজ দেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর করতে পেরেছি। আজ বাংলাদেশ অসাম্প্রদায়িক।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এছাড়া আজ গ্রাম শহরে রূপান্তরিত হচ্ছে।

ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।