bangla news

নয়াদিল্লিতে বৈঠকে বসেছেন হাসিনা-মোদী

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৫ ১২:৪২:১০ পিএম
হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। ছবি: বাংলানিউজ

হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। ছবি: বাংলানিউজ

হায়দ্রাবাদ হাউস, নয়াদিল্লি থেকে: বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে নয়াদিল্লির হায়দ্রবাদ হাউসে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার কিছুক্ষণ পরে এ বৈঠক শুরু হয়।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে প্রধান ফটকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী।

সেখানে প্রথমে একান্ত বৈঠকে বসেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। পরে, তাদের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যৌথভাবে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকেলে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

বিকেলে সফরকালীন আবাসস্থল হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘ঠাকুর শান্তি পুরস্কার’ দেবে এশিয়াটিক সোসাইটি। ওই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরের শেষ দিনে রোববার (৬ অক্টোবর) বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমইউএম/একে

ক্লিক করুন, আরো পড়ুন :   প্রধানমন্ত্রী শেখ হাসিনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-05 12:42:10