ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে সাপের ছোবলে কৃষকের মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
কালীগঞ্জে সাপের ছোবলে কৃষকের মৃত্যু  

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের ছোবলে রামজান আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সঙ্গীতা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে রমজান আলী মাঠে কাজ করছিলেন। সেসময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়।

এসময় দৌড়ে তিনি বাড়ি চলে আসেন। পরে পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করিয়ে আবার বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পরে তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ