ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আটকের পর আদালতে পাঠানো হলো নারায়ণগঞ্জের ৭ জুয়াড়িকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
আটকের পর আদালতে পাঠানো হলো নারায়ণগঞ্জের ৭ জুয়াড়িকে নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ক্লাবে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটকের পর শুক্রবার (৪ অক্টোবর) মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটির একটি ক্লাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

আটক জুয়াড়িরা হলেন- ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন (৫৫), ইকবাল হোসেন (৫৬), কামাল হোসেন (৪৯), আজমেরীবাগ এলাকার শামসুজ্জামান (৪০), চাষাঢ়ার মার্ক টাওয়ার এলাকার মোস্তাফিজুর রহমান (৫২), পঞ্চবটির এবিএম শফিকুল ইসলাম (৫০) ও ঢাকার কেরানীগঞ্জের কাজিরগাঁও এলাকার আফজাল হোসেন (৪০)।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন জানান, অভিযানের সময় জুয়াড়িদের কাছ থেকে ৩ প্যাকেট প্লেয়িং কার্ড (তাসের প্যাকেট) এবং নগদ ২০ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।