bangla news

অনুপ্রবেশ করায় ভারতীয় ২৩ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৪ ৪:৫৪:৪০ পিএম
আটক-প্রতীকী ছবি

আটক-প্রতীকী ছবি

বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ২টি ফিশিং ট্রালারসহ ভারতীয় ২৩ জেলেকে আটক করেছে নৌবাহিনী। 

শুক্রবার (০৪ অক্টোবর) বিকেল ৪টায় আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক জেলেদের বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষ থেকে এসএম ভূঁইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

আটক ব্যক্তিরা হলেন- হরিরঞ্জন, শুকুমার দাস, শ্রীমন্ত দাস, নিরোদ দাস, বিশ্বজিত সাহা, অনীল পুরকাইত, গুরুপদ জানা, তপন পুরকাইত, বিজয় দাস, নিরঞ্জন দাস, প্রণব মণ্ডল, আপান্না, কালিপদ সামন্ত, কার্তিক জেনা, দুদ কুমার ভুইয়া, আভি, পাওলিয়া, নারী সাম্মা, দানিয়া, রামু, রাম, আপ্পানা। এসব জেলেদের বাড়ি ভারতের কলকাতার চব্বিশ পরগনা ও বিজয়নগর এলাকায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনী ২টি ট্রলারসহ ২৩ জেলেকে আটক করে। আটক জেলেদের শুক্রবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯/আপডেট: ১৭৫৮ ঘণ্টা
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   বাগেরহাট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-04 16:54:40