ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলনগরে জাহাজের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
কমলনগরে জাহাজের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ জেলে মো. আলমগীর হোসেনকে (৩০) শুক্রবার (৪ অক্টোবর) দুপুর পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের অদূরে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে আলমগীর লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।

নৌকার মাঝি জামাল উদ্দিন জানান, রাতে তারা নদীতে ইলিশ শিকারে জাল ফেলেন। এসময় একটি মালবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় তিন জেলেসহ নৌকা ডুবে যায়। এসময় দ্রুত অন্য নৌকার জেলেরা নদী থেকে দুই জেলেকে উদ্ধার করতে পারলেও আলমগীরকে উদ্ধার করতে পারেনি। মুহূর্তেই সে তলিয়ে যায় নদীর উত্তাল ঢেউয়ে।

স্থানীয় চর কালকিনি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ছায়েফ উল্লাহ বলেন, নিখোঁজ জেলের সন্ধানে স্বজনরা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় খোঁজ করছেন, করা হচ্ছে মাইকিংও।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এসআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ