bangla news

ভোলায় অস্ত্রসহ দস্যু জাকির আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৪ ১১:৩১:৫৫ এএম
দস্যু জাকির আটক

দস্যু জাকির আটক

ভোলা: ভোলার মেঘনায় দস্যু জাকিরকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

শুক্রবার (০৪ অক্টোবর) সকালে সদরের পরানগঞ্জ সংলগ্ন গুপ্তমুন্সি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সদরের গুপ্তমুন্সি এলাকায় জাকিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে.  ওয়াসির আকির জাকি বাংলানিউজকে জানান, দস্যু জাকিরের বিরুদ্ধে একাধিক দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   ভোলা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-04 11:31:55