ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পূজার ছুটি, ভিড় বেড়েছে কাঁঠালবাড়ী ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
পূজার ছুটি, ভিড় বেড়েছে কাঁঠালবাড়ী ঘাটে

মাদারীপুর: শারদীয় দুর্গাপূজার ছুটিতে দেশের ব্যস্ততম নৌরুট শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ভিড় বেড়েছে যাত্রীদের।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল থেকেই দক্ষিণাঞ্চলের যাত্রীরা ঘরে ফিরছেন এ নৌরুট দিয়ে।

কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র জানায়, পদ্মায় পানি বৃদ্ধির ফলে প্রচণ্ড স্রোত রয়েছে মূল নদীর বিভিন্ন স্থানে।

এতে করে লঞ্চ পারাপারে কিছু বেশি সময় ব্যয় হচ্ছে। পূজার কারণে সকাল থেকেই যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে।

রাজৈরের মালতী রানী নামে এক যাত্রী বলেন, পূজা করতে বাড়ি যাচ্ছি। প্রতি বছরই পূজার সময়টা গ্রামের বাড়ি কাটাই।

গোপালগঞ্জের যাত্রী সঞ্জয় মালো বাংলানিউজকে বলেন, ঢাকা থেকেই গাড়িতে যাত্রীদের ভিড়। অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। লঞ্চেও অন্যান্য সময়ের চেয়ে আজ বেশি ভিড় রয়েছে। তবে কোন দুর্ভোগ হয়নি পথে।

এদিকে, কাঁঠালবাড়ী ফেরিঘাটে পারের অপেক্ষায় থাকা পরিবহনের প্রচণ্ড চাপ দেখা গেছে। তাছাড়া দক্ষিণাঞ্চলগামী পরিবহনেরও ভিড় দেখা গেছে ফেরিতে।  

ফেরিঘাট সংশ্লিষ্টরা জানায়, সকাল থেকে সবগুলো ফেরি চলাচল করছে। তবে নৌরুটে স্রোত বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে পারাপারে বেশি সময় ব্যয় হচ্ছে। পূজার ছুটির কারণে দক্ষিণাঞ্চলগামী ছোট পরিবহনের চাপ একটু বেশি দেখা যাচ্ছে।

এছাড়া, কাঁঠালবাড়ী ঘাটে ঢাকাগামী প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে জানান, আজ যাত্রীদের ভিড় অন্য দিনের চেয়ে বেশি। সকাল থেকেই লঞ্চে যাত্রীদের চাপ দেখা গেছে। পূজার ছুটির কারণে কয়েকদিন চাপ থাকবে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।