ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দু’দিনের সফরে ভারতে বিজিবির প্রতিনিধি দল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
দু’দিনের সফরে ভারতে বিজিবির প্রতিনিধি দল

বেনাপোল (যশোর): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সীমান্ত সমন্বয়ের উদ্দেশে দু’দিনের সফরে ভারতে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দলটি ভারতে পৌঁছে।

বিজিবির প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ অধিনায়ক নিরোদ পাল তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান।

পরে নিরাপত্তা বেষ্টনী দিয়ে বৈঠকের উদ্দেশে নিয়ে যান।

বিজিবি সূত্র জানায়, ভারতের কলকাতায় শুক্রবার (৪ অক্টোবর) থেকে রোববার (৬ অক্টোবর) পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে।

যশোর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জালাল গণি খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- রংপুরের রিজিউন কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ জুনায়েদ, লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন ও মেজর মফিজুর রহমান।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ নিয়ে বৈঠক হবে। আগামী রোববার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।