ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ফায়ার স্টেশন অফিসারের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ফায়ার স্টেশন অফিসারের মৃত্যু 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিত্য গোপাল (৫৯) নামে এক ফায়ার স্টেশন অফিসারের মৃত্যু হয়েছে।

নিত্য গোপাল সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সোনারগাঁও এজি অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ারম্যান আ জলিল জানান, বিকেলে সোনারগাঁও এজি অফিস থেকে বেতনের টাকা তুলে মোটরসাইকেলে করে অফিসে ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে 
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সিএনজির ধাক্কায় প্রথমে তিনি আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।