ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাদবাগান থাকলে ২ শতাংশ হারে সিটি কর মওকুফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
ছাদবাগান থাকলে ২ শতাংশ হারে সিটি কর মওকুফ বরিশাল সিটি করপোরেশনের লোগো

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন এলাকার আওতায় যাদের বাড়িতে ছাদবাগান থাকবে তাদের ২ শতাংশ হারে সিটি কর মওকুফ করা হবে বলে জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বুধবার (২ অক্টোবর) দুপুরে বরিশাল ক্লাবের সামনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কর মওকুফের কথা জানান।

মেয়র বলেন, যাদের বাড়িতে ছাদবাগান থাকবে তাদের ২ শতাংশ হারে সিটি কর মওকুফ করা হবে।

প্রয়োজনে ছাদবাগান করতে সহায়তা করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে যে পরিকল্পনা হাতে নিয়েছেন এবং যে গতিতে এ অঞ্চলের উন্নয়ন হচ্ছে তাতে বরিশাল হবে উন্নত ও ব্যস্ততম একটি শহর। বিগত দিনে বরিশালে যেভাবে জুয়া-হাউজি চলতো তা বন্ধ হয়ে গেছে। এ ধরনের কাজে যারাই লিপ্ত হবেন সে যেই দলের লোকই হোক না কেন কোনো প্রশ্রয় দেওয়া হবে না। ভালো সকল কাজের সঙ্গে আমি আছি।

বাংলা‌দেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ