ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ৩০ বস্তা সরকারি চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
বাগেরহাটে ৩০ বস্তা সরকারি চাল জব্দ

বাগেরহাট: বাগেরহাটে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের বিতরণযোগ্য ৩০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল রয়েছে। এসময় আরও ১৫টি খালি বস্তা জব্দ করা হয়।

বুধবার (০২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার খানপুর ইউনিয়নের কালিবাড়ি এলাকার দিদার হাজীর অটো রাইস মিল থেকে চালের বস্তাগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল্লুর রহমান।

বাগেরহাট সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের এক ইউপি সদস্য কাবিখার চাল পার্শ্ববর্তী সদর উপজেলার খানপুর ইউনিয়নের কালিকাবাড়ী দিদার হাজীর অটো রাইস মিলে রেখে বিক্রি করছিলেন।

এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই রাইস মিলের লোকজন পালিয়ে যায়।

উদ্ধারকৃত চালের বস্তাগুলো স্থানীয় খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।