ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অনলাইনে ক্যাসিনো, সেলিম প্রধানের বাড়িতে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৯, অক্টোবর ১, ২০১৯
অনলাইনে ক্যাসিনো, সেলিম প্রধানের বাড়িতে র‌্যাবের অভিযান

ঢাকা: অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বাংলানিউজকে জানান, সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চলছে।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এরআগে, সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগমূহুর্তে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, সেলিম প্রধান অনলাইন ক্যাসিনোর মূলহোতা। তিনি পি-২৪ নামে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করেতেন।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।