ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যানবাহন নিয়ে পদ্মার ডুবোচরে আটকে আছে রো রো ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
যানবাহন নিয়ে পদ্মার ডুবোচরে আটকে আছে রো রো ফেরি ডুবোচরে আটকে আছে ফেরি শাহ পরান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ৪ নম্বর ফেরিঘাটের কাছাকাছি পদ্মা নদীতে যানবাহন নিয়ে ডুবোচরে আটকে রয়েছে রো রো ফেরি শাহ পরান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ডুবোচরে আটকে পড়লেও রাত সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফেরিতে পণ্যবাহী ট্রাকসহ ছোট-বড় বেশ কিছু যাত্রীবাহী পরিবহন রয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বিকেল ৩টার দিকে পরিবহন নিয়ে কাঁঠালবাড়ী ঘাট ছেড়ে যায় শাহ পরান নামের রো রো ফেরিটি। ৪ নম্বর ফেরিঘাট পেরিয়ে কিছু দূরে গিয়ে ডুবোচরে আটকে পরে ফেরিটি। আটকে পরার কিছু সময়ের মধ্যেই উদ্ধারকারী আইটি জাহাজ আইটি -৯৪ ও ৯৭ উদ্ধার কাজে অংশ নেয়।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জসিম জানান, ফেরিটি ঘাট ছেড়ে যাওয়ার দশ মিনিটের মধ্যে ডুবোচরে আটকে পড়ে। এখনো উদ্ধার কাজ চলছে। ফেরিটিতে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।