ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাকির হোসেন এক স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে নির্যাতিত ওই ছাত্রীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন।

জাকির উপজেলার ৪৫ নম্বর বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

মামলার সূত্রে জানা গেছে, শিক্ষক জাকির তৃতীয় শ্রেণির ক্লাসে বাংলা বিষয়ে পাঠদানকালে ১৩ দিন ধরে বিভিন্ন অজুহাতে ওই ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক জাকির বলেন, অভিযোগকারির বাসায় গিয়ে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় তাকে হয়রানি করার জন্য বাদী এ মামলা করেছেন।  

এছাড়া যৌন নির্যাতনের অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, ক্লাসে পড়া না পাড়ায় ওই ছাত্রীকে তিনি দমক দেন। এতে কান্নাকাটি করলে তাকে শান্ত করার চেষ্টা করেছি মাত্র।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামল হক জানান, তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পাঠদানকালে যৌন নির্যাতন করার অভিযোগের মামলায় জাকির নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।