ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ফুটপাত দখলের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
রাজধানীতে ফুটপাত দখলের দায়ে দেড় লাখ টাকা জরিমানা উচ্ছেদ অভিযান চালানো হয়, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রেড লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে ফুটপাত দখলে রাখার দায়ে ব্যবসায়ীদের দেড় লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আটটি মামলার মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

এ দিন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া এবং জুলকার নায়ন উত্তরার ৯ ও ১০ নম্বর সেক্টর এবং খিলক্ষেত কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় ফুটপাত ও সড়ক থেকে প্রায় ৬৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

একইসঙ্গে ট্রেড লাইসেন্স না থাকা এবং ফুটপাতের ওপর অ্যাম্বুলেন্স রাখার দায়ে আট মামলার মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে এক লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসএইচএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।