ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে হুন্ডির টাকাসহ নারী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
বেনাপোলে হুন্ডির টাকাসহ নারী আটক

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে হুন্ডির তিন লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকাসহ মোর্শেদা খাতুন (২৮) নামে এক নারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। মোর্শেদা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ওই টার্মিনালের সামনে থেকে হুন্ডির তিন লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকাসহ মোর্শেদাকে আটক করা হয়। তার নামে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।