ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল

মুন্সিগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। কয়েকদিন ধরে এই নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৩৫০ গাড়ি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাট থেকে মিডিয়াম ও কে-টাইপের ৫টি ফেরি পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে।  

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ভোর ৫টা থেকে নাব্যতা সংকটের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষামূলকভাবে মিডিয়াম ২টি ও কে-টাইপ ৩টি ফেরি চলাচল করছে। তবে এসব ফেরি তুলনামূলক কম লোড নিয়ে চলাচল করছে। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে রো রো ফেরি (বড় ফেরি) ও ডাম্প ফেরি চলাচল বন্ধ আছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৩৫০ গাড়ি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।