ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক গাড়ি। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নাব্যতা সংকটের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কয়েকদিন ধরেই এই নৌরুটে নাব্যতা সংকট চলমান রয়েছে। পর্যাপ্ত গভীরতা না থাকায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ফেরি চলাচলের জন্য গভীরতা প্রয়োজন সাড়ে ৭-৮ ফুট। কিন্তু বর্তমানে লৌহজং টার্নিং পয়েন্টে গভীরতা আছে সাড়ে ৫ ফুট। এই গভীরতায় ফেরি চালানো যায় না। ফেরি চলাচল বন্ধের কারণে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিমুলিয়া ঘাটে ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাকের সংখ্যা বেশি।  

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।